আঘোষিত লকডাউনে বেশি কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ
- আপডেট সময় : ০৭:৫৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
করোনা প্রভাবে সবচেয়ে বেশি কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ। তাইতো আঘোষিত লকডাউন মানছে না তারা। করোনা ঝুঁকিতেও জীবিকার জন্য রাস্তায় বেরিয়ে আসছে। সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যে প্রয়োজনের পাশাপাশি অপ্রয়োজনেও ঘর থেকে রাস্তায় বের হচ্ছেন নগরবাসী। আর রাজধানীর রাস্তায় বেড়েছে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা।
দেশে করোনা সংক্রমণ যখন বাড়ছে, ততোই কষ্ট বাড়ছে নিম্ন আয়ের মানুষের। আর তাইতো বাধ্য হয়েই করোনার ঝুঁকিতে জীবিকার জন্য রাস্তায় বের হয়েছেন অনেকে।
প্রয়োজনের পাশাপাশি অপ্রয়োজনেই ঘরের বাইরে আসছেন নগরবাসী। রাজধানীর রাস্তায় বাড়ছে ব্যক্তিগত গাড়ি।
সীমিত পরিসরে অফিস ও গার্মেন্ট কারখানা খোলা থাকায়, নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন অনেকে।
নগরজুড়ে টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানুষের ঘরে থাকার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতে কজ করছেন তারা।
ঘরে থাকা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা সম্ভব না হলে, করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে বলে মনে করেন অনেকে।