আচরণবিধি মানতে সংশ্লিষ্টদের কাছে চিঠি যাচ্ছে
- আপডেট সময় : ০৯:৩৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- / ১৭৯৮ বার পড়া হয়েছে
গাইবান্ধা উপ-নির্বাচন ও জেলাপরিষদ নির্বাচন ইসির নিয়ন্ত্রণে নেই বলে অভিযোগ করেছেন, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সাথে বৈঠক শেষে তিনি বলেন, বর্তমান প্রক্রিয়ায় দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পরে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, নির্বাচনী আচরণবিধি মানতে সরকারী দল বাধ্য। সুরাহা করতে স্পিকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের চিঠি দেয়া হবে বলেও জানান তিনি।
গাইবান্ধা উপ নির্বাচন ও জেলাপরিষদ নির্বাচনে সরকারি দলের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাত করতে যান জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু। বেরিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
গাইবান্ধা উপ নির্বাচন ও জেলাপরিষদ নির্বাচন ইসির নিয়ন্ত্রণে নেই বলে অভিযোগ করে তিনি জানান, সরকার এসব নির্বাচনে আচরণবিধি লঙ্ঘণ করছে। ইভিএমে আস্থা না থাকলেও ইসির নিরপেক্ষতা যাচাইয়ে গাইবান্ধা উপ নির্বাচনে প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টি কখনোই কারো দালালী করেনি।
জাতীয় পার্টির অভিযোগের বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। বলেন, নির্বাচনী আচরণবিধি মানতে সরকারী দলের সদস্যরা বাধ্য।
নিজেদের নিরেপক্ষতা ঠিক রাখতে শনিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে বৈঠকে বসতে যাচ্ছে কমিশন। নির্বাচনে আচরনবিধি মানাতে কঠোর নির্দেশনা দেয়া বলেও জানান কমিশনার আলমগীর।