আজওয়াদ হাসান তাবিবের কবর জিয়ারত করেছেন এসএ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১৬০১ বার পড়া হয়েছে
এসএ গ্রুপের সমন্বয়ক হাসান মঞ্জুরের কনিষ্ঠ পুত্র আজওয়াদ হাসান তাবিবের কবর জিয়ারত করেছে এসএ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ।
বৃহ:পতিবার দুপুরে হাসান মঞ্জুরের নোয়াখালী সেনবাগের বাতাকান্দির পারিবারিক কবরস্থানে জিয়ারত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা জাতীয়পার্টি নেতা মোহাম্মদ হারুন, সাংবাদিক গোলাম সারওয়ার রিপন, বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাওলানা নুরুল হুদা, ভিপি সালাউদ্দিন ও রানা চৌধুরী আরানসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। পরে এসএ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।