আজও রাজধানীর চালের বাজারে অভিযান
- আপডেট সময় : ০৯:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
আজও রাজধানীর চালের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে মোহাম্মদপুর কৃষি মার্কেটে ও যাত্রাবাড়ী কলাপট্টী চালের আড়তে অভিযান চালিয়ে পাঁচ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করে তারা। দাম নিয়ন্ত্রণে মজুতদার ও মিলারদেরও জবাবদিহিতার আওতায় নেয়ার দাবি জানিয়েছেন আড়ৎদাররা।
ভরা মৌসুমে অস্থিতিশীল দেশের চালের বাজার। দাম সহনীয় রাখতে রোববার দুপুরে মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় আড়ত থেকে সটকে পড়ে ব্যবসায়ীরা।
তবে, দুই-একটি আড়তে বিল-ভাউচারে গড়মিল দেখে ও লাইসেন্স না থাকায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানার প্রস্তুতি নেয় তারা। প্রতিবাদে সংঘবদ্ধ হয়ে মার্কেটে ফিরে আসে হট্টোগল করে ব্যবসায়ীরা।
আড়তে এসে অভিযানের নামে হয়রানির অভিযোগ করেন, ব্যবসায়ীরা।
পর্যাপ্ত চাল মজুদ থাকার পরও বেশি দামে বিক্রি এবং বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।
চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে মজুতদার ও মিলারদের প্রতি নজরদারি বাড়ানোর দাবি করে মোহাম্মদপুর কৃষিপন্য পাইকারী মালিক সমিতি।
এদিকে, রাজধানীর যাত্রাবাড়ী কলাপট্টি চালের আড়তে অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করে করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।