আজকের এই দিনে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করা হয় কুমিল্লা টাউন হল মাঠে
- আপডেট সময় : ০২:০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
৮ ডিসেম্বর, ১৯৭১। আজকের এই দিনে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করা হয় কুমিল্লা টাউন হল মাঠে। কুমিল্লার প্রথম প্রশাসক অ্যাডভোকেট আহমদ আলী আনুষ্ঠানিক ভাবে এই পতাকা উত্তোলন করেন। এদিকে, বাংলার দামাল ছেলেরা শত্রু মুক্ত করতে যেমন অস্ত্র হাতে নিয়েছিল, সেই সাথে সুরের ঝঙ্কারেও মুক্তিযোদ্ধাদের উদ্দিপনা যুগিয়েছিল শব্দ সৈনিকরা।
রক্ত লাল। ৪টি ব্যঞ্জন বর্ণের মিলে সৃষ্টি নতুন দুইটি নতুন শব্দ। যার মধ্যে লুকিয়ে বাঙ্গালীর অনন্ত শক্তি। রক্তিম সেই সূর্যকে ছিনিয়ে আনতে, দিতে হয়েছিল বুকের তাজা রক্ত।
লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ। যে দেশের যোদ্ধারা শুধু অস্ত্র হাতে না, সুর দিয়েও করেছে যুদ্ধ। তারা শব্দসৈনিক। ঢাকা ডেন্টাল কলেজ পড়ুয়া প্রথম বর্ষের ছাত্র এই বীর যোদ্ধা বলেন, স্বাধীন বেতার কেন্দ্র ছিল মানুষের স্বপ্নের কেন্দ্রবিন্দু।
যুদ্ধের চার পাঁচ মাস পর স্বাধীন বেতার কেন্দ্রে মুক্তিযুদ্ধের গান সম্প্রচার হলে, পরিবারের সদ্যসরা জানতে পারে হারিয়ে যাওয়া সাহসী ছেলেটি এখনো বেঁচে আছে। স্বাধীনতা ও বিজয়…. একটা দেশ, একটা পতকা এমনটাই বলছেন, রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধা।