আজগুবি তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি :ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বিএনপি নেতাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে মন্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।
বিএনপি সরকার দুর্নীতিতে পর পর ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, লুটপাটের জন্যই নির্বাচন ও রাজনীতিতে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। দুর্নীতিবাজ যেই হোক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জিরো টলারেন্স নীতিতে অটল। করোনা সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে বিএনপি তাদের চিরাচরিত নালিশ ও আজগুবি তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। যশোর ও বগুড়া উপনির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ার। সরকারের এতে কোন হাত নেই।