আজ অমর কথা সাহিত্যিক শওকত ওসমানের ১০৪তম জন্মজয়ন্তী
- আপডেট সময় : ০৭:৩৯:৪১ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ার বুদ্ধিবৃত্তিক চর্চার বাতিঘর ছিলেন অমর কথা সাহিত্যিক শওকত ওসমান। খ্যাতিমান এই লেখকের ১০৪তম জন্মজয়ন্তী তে এই মুল্যায়ন তুলে ধরেন বিশিষ্টজনেরা।
বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তারা এই মুল্যায়ন তুলে ধরেন। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী এবং শওকত ওসমানের পুত্র ইয়াফেস ওসমান বলেন, বঙ্গবন্ধুর স্বপনের সোনার বাংলাার সারথী ছিলেন, লেখক শওকত ওসমান, তাই তরুন প্রজন্মকে তাঁর লেখনি পাঠ করার আহ্বান জানান তিনি। কথা শিল্পী শওকত ওসমান পরিষদ আয়োজিত এই সভায় বক্তারা আরো বলেন, স্ব পরিবারে বঙ্গবন্ধুকে নির্মম হত্যার পর যে গুটিকয়েক লেখক প্রতিবাদ করে ছিলেন, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার পাওয়া শওকত ওসমান ছিলেন তাদের অন্যতম। জননী ও ক্রীতদাসের হাসি, নেকড়ে অরণ্যর অমর এই স্রষ্টা তাঁর লেখনীর মাধ্যমে যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রানিত করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বিশিষ্টজনেরা।