আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ
- আপডেট সময় : ০২:০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ক্লান্ত-পরিশ্রান্ত দলটার চাওয়া একটা সান্ত্বনার জয়। অন্যদিকে সেমির লড়াইয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য অস্ট্রেলিয়ার।
পাশাপাশি বাংলাদেশ সফরে হারের প্রতিশোধ তুলতে মরিয়া অজি শিবির। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় বদলে দিতে পারে অনেক সমীকরণ। অজিদের সেমির পথটা কঠিন হলেও বাংলাদেশের আগামী বিশ্বকাপের সুপার টুয়েলভ অনেকটাই নিশ্চিত হয়ে হবে। পরিবর্তন আসবে বাংলাদেশের টি-টোয়েন্টি রেকিংয়েও। বাংলাদেশের পিচে রান পেতে বেশ বেগ পেতে হয়েছিল অজি ব্যাটসম্যানদের। সাকিব-নাসুমদের সামলাতে না পেরে ৪-১ সিরিজ হেরে বাড়ি গিয়েছিল অজিরা। তবে আরব আমিরাতে কন্ডিশনটা অনেকটা ভিন্ন। তাই এই কন্ডিশনে বাংলাদেশের স্পিনারদের আর ভয় পাচ্ছেন না বললেন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাস্টন অ্যাগার।