আজ ওয়ানডে মিশনে নামছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
আজ ওয়ানডে মিশনে নামছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু ম্যাচ। দ্বিতীয় সারির দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজে গেছে ভারত।
বিরাট কোহলি, রোহিত শর্মা, বুমরাহ ও হার্দিক পান্ডিয়াসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ভারতীয় বোর্ড। দলটির দায়িত্ব সামলাবেন শিখর ধাওয়ান। আভিস খান ও ঋতুরাজ গাইকোয়াতদের মতো তরুণদের পরখ করে দেখবে ভারত। অন্যদিকে, বাংলাদেশের কাছে শেষ ওয়ানডে সিরিজ হোয়াইটওয়াশ হয়ে নিজেদের খুঁজছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া ২০১৯ সালের পর ভারতের বিপক্ষে কোন ওয়ানডে ম্যাচে জেতেনি ক্যারিবিয়রা। শেষ পাঁচ ম্যাচে শতভাগ জয়ে উজ্জ্বীবিত ভারতীয় শিবির। এদিকে, বিরতি কাটিয়ে এই ম্যাচে ক্যারিবিয় দলের ফিরেছেন জেসন হোল্ডার।