আজ ওয়াশিংটনে অর্থনৈতিক সংলাপে বসছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আজ ওয়াশিংটনে অর্থনৈতিক সংলাপ হবে।
এটি ঢাকা-ওয়াশিংটনের দ্বিতীয় দফা সংলাপ। এতে, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনায় হবে। সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র বিভাগের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি এবং পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি হোসে ডাব্লিউ ফার্নান্দেজ। দিনব্যাপী এ সংলাপে খাদ্য কৃষি সহায়তা, পোশাক শিল্প, জ্বালানি, ওষুধ, তথ্য-প্রযুক্তি, টেলিকমসহ ইত্যাদি বিষয়ে আলোচনার কথা রয়েছে।