আজ-কালের মধ্যেই ইউক্রেনের বন্দর ছেড়ে যাবে শস্যবাহী জাহাজ
- আপডেট সময় : ০৭:৩৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
আজ-কালের মধ্যেই ইউক্রেনের বন্দর ছেড়ে যাবে শস্যবাহী জাহাজ। প্রথম চালান পরিবহনে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটি। এখন কেবল জাতিসংঘ আর তুরস্কের সবুজ সংকেতের অপেক্ষা। কৃষ্ণ সাগরীয় বন্দর চোরনোমোরস্ক পরিদর্শনে গিয়ে এ কথা জানান প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।শস্য রফতানিতে রাশিয়া-ইউক্রেন চুক্তি দ্রুত বাস্তবায়নের তাগিদ দেয়া হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে।
৬ লাখ টন কার্গো নিয়ে তৈরি ১৭টি জাহাজ। দু’একদিনের মধ্যেই তুর্কি জাহাজগুলো শস্যের প্রথম চালান নিয়ে ইউক্রেনের বন্দর ছাড়বে। প্রথম দফা পরিবহন শুরু হবে চোরনোমোরস্ক বন্দর থেকে। এরপর ওডেসা ও সবশেষে চালু হবে পিভদেনি বন্দর। সব মিলিয়ে দু’সপ্তাহের মধ্যে পণ্য রফতানির জন্য প্রস্তুত হবে বন্দরগুলোর প্রতিটি টার্মিনাল। শেষ মুহূর্তের প্রস্তুতি সরজমিনে দেখতে চোরনোমোরস্ক সফর করেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। তিনি বলেন, সব প্রস্তুতি নেয়া শেষ। তুরস্ক ও জাতিসংঘ সিগন্যাল দিলেই প্রক্রিয়া শুরু হবে। আশা করা হচ্ছে, নিরাপদে পণ্য পরিবহনে সব পক্ষ চুক্তি মেনে কাজ করে যাবে।