আজ কোন পেঁয়াজবাহী ট্রাক ভারত থেকে দেশে প্রবেশ করেনি
- আপডেট সময় : ০২:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ কোন পেঁয়াজবাহী ট্রাক ভারত থেকে দেশে প্রবেশ করেনি। ফলে বাজার গুলোতে বেড়েছে পেঁয়াজের দাম।
সাতক্ষীরার খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৭০ টাকা ও দেশী পেঁয়াজ কেজি প্রতি ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আর পাইকারী বাজারে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৭০ টাকা ও দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১০০ টাকা। ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, কাগজপত্র সম্পূর্ণ প্রস্তুত আছে এমন কিছু পেঁয়াজবাহী ট্রাক ভোমরা বন্দরে ঢুকতে পারে। ১০/১২ দিন যাবত ট্রাকে বস্তাবন্দী অবস্থায় থাকায় বৃষ্টিতে ভিজে ও রোদে পুড়ে নষ্ট হয়ে গেছে।
আমদানী বন্ধ এমন খবরে বেড়ে গেছে বেনাপোল বন্দর এলাকায় পেঁয়াজের দাম। বেনাপোল ও শার্শা বাজারে ভারতীয় পেয়াজ ৭৫-৮০ টাকা ও দেশী পেয়াজ ৯০-১০০ টাকা বিক্রি হচ্ছে। ১১ দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৩৫-৪০ টাকা।