আজ খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব
- আপডেট সময় : ০২:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
- / ১৬৯০ বার পড়া হয়েছে
শুভ বড়দিন। খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ধর্মীয় ভাবগাম্ভিয্যে গির্জায় গির্জায় প্রার্থনা হয়েছে বিশ্ব মানবতার মুক্তি আর সৌহার্দ্য পূর্ণ সহ অবস্থানের কামনায়। আহ্বান জানানো হয়, শত্রুকেও ভালোবেসে সবার মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে৷ এদিনে বেথেলহেমে যিশুখ্রিষ্ট জন্মগ্রহণের দিনটিকে অনুসারীরা উদযাপন করেন। টি এইচ মুসলিমের ক্যামেরায় আরো জানাচ্ছেন নুর মোহাম্মদ ভূঁইয়া।
এদিনে বেথেলহেমে যিশুখ্রিষ্ট জন্মগ্রহণে করেন যীশু খ্রিস্ট। মানবতার মুক্তির বার্তা নিয়ে ২ হাজার বছর আগে পৃথিবীতে আসেন তিনি। আনন্দের পথ আত্মত্যাগ করে দিয়ে গেছেন মহা মুক্তির ডাক। দিনটিকে অনুসারীরা উদযাপন করেন তার জন্মদিন হিসেবেই।
যিশুর জন্মদিনকে আনন্দ উৎসবে উদযাপন করেন খ্রিষ্টধর্ম অনুসারীরা দিনের শুরুতে যিশুর বন্দনায় মুখর গির্জাগুলো। প্রার্থনায় উঠে আসে বিশ্ব মানবতার কথা।
বিশেষ প্রার্থনা শেষে আনন্দের সঙ্গে কুশল বিনিময় করেন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ। জানালেন তাদের অনুভূতি। বড়দিনে শুধু বড়রা নয়, গির্জায় দেখা গেছে ছোটদের ছোট পায়ের দৌড় ঝাঁক। না বুঝেও প্রার্থনা করেছে প্রভু যীশুর কাছে।
ভক্সপপ
অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এদিনে রাজধানী জুড়ে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।