আজ চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
- / ১৫২৯ বার পড়া হয়েছে
আজ চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস। একাত্তরের এই দিনে হানাদার বাহিনীর কবল থেকে চাঁপাইনবাবগঞ্জ মুক্ত হয়।
১৪ ডিসেম্বর ভোর রাতে ক্যাপ্টেন জাহাঙ্গীর তার বিশাল বাহিনীকে ৩ ভাগে ভাগ করে চাঁপাইনবাবগঞ্জ শহর দখলের জন্য আক্রমন শুরু করেন। তিনি একটি ছোট নৌকা নিয়ে মহনন্দা নদী পার হয়ে রেহাইচর গ্রামে অবস্থান নিয়ে শত্রুদের লক্ষ্য করে গুলি বর্ষন করতে করতে সামনে এগুতে থাকেন। রাতের আঁধার পুরোপুরি কেটে যাওয়ার আগেই সম্মুখযুদ্ধে পাকিস্তানী বাহিনীর একটি বুলেট ক্যাপ্টেন জাহাঙ্গীরের কপালে বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি শহীদ হন। ১৪ ডিসেম্বর রাতেই পাকিস্তানীরা চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে চলে গেলে ১৫ ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা দলে দলে শহরে প্রবেশ করে। এরই মধ্য দিয়ে শত্রুমুক্ত হয় চাঁপাইনবাবগঞ্জ।