আজ ঢাকা-মদিনা সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪১:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
- / ১৫৫০ বার পড়া হয়েছে
আজ ঢাকা-মদিনা সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
দুপুর সোয়া ১টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় মদীনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমান বন্দরে পৌঁছবে। এর মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশ বিমানের বহুল প্রতীক্ষিত ঢাকা-মদিনা সরাসরি ফ্লাইট। এর ফলে হজ ও ওমরাহ পালনে যাওয়া মুসল্লীদের খরচ এবং সময়- দুইই কমবে। প্রাথমিকভাবে শনি, সোম ও বুধবার ঢাকা-মদিনা সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। এছাড়া প্রতি বৃহস্পতিবার চট্টগ্রাম থেকেও মদিনায় সরাসরি ফ্লাইট যাবে।