আজ থেকে আবারও ৭২ ঘন্টার হিট এল্যার্ট জারি
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
তাপপ্রবাহের কারণে ৭ দিন বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। আজ থেকে আবারও ৭২ ঘন্টার হিট এল্যার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। দেশের তাপপ্রবাহ কিছুটা বাড়বে বলে জানা গেছে।
জলীয় বাষ্পের আধিক্যে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৭ ডিগ্রি। অস্বস্তিকর পরিবেশ আগের মতোই চলমান। আগামী মাসের ২ তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সব জেলা উপজেলায় জীবিকার তাগিদে অসহনীয় গরমের মধ্যেই কাজে বের হতে হচ্ছে তাদের। অব্যাহত তাপপ্রবাহে নষ্ট হচ্ছে বোরো ধানসহ গ্রীষ্মকালীন শাক-সবজি। হিট স্ট্রোকে মারা যাচ্ছে খামারের মুরগী, গবাদি পশু । তবে ৫ মে থেকে তাপমাত্রা আবারও বাড়তে পারে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির আশায় দেশের বিভিন্ন স্থানে আদায় হচ্ছে ইসতিসকার নামাজ।