আজ থেকে সচিবালয় এলাকায় হর্ন বাজানো নিষেধ
- আপডেট সময় : ০২:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
আজ থেকে সচিবালয় এলাকায় হর্ন বাজানো নিষেধ, অযথা হর্ন বাজালে জেল জরিমানা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। বুধবার থেকে সচিবালয় এলাকায় নিয়মিত চলবে মোবাইল কোর্ট। সকালে সচিবালয়ের ১ নম্বর গেটে এই কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী।
আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর সচিবালয়ের চতুর্দিক– জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকাকে নিরব এলাকা ঘোষণা করা হয়েছে। সকালে সচিবালয়ের এক নম্বর গেটে বেলুন উড়িয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মোহাম্মদ শাহাব উদ্দিন।
শব্দ দূষণরোধে এখন থেকে এই এলাকায় বর্ন বাজালেই প্রথমে ১ মাসের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা গুণতে হবে। পরবর্তীতে একই অপরাধের জন্য ৬ মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা করা হবে।
শুধু সচিবালয় নয়, ধীরে ধীরে পুরো ঢাকাকে শব্দ দূষণমুক্ত করা হবে বলেও জানান মন্ত্রী। পরে জনসাধারনকে সচেতন করতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।