আজ থেকে সরকারিভাবে ক্রয় করা হচ্ছে আমন ধান
- আপডেট সময় : ১২:১৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
চলতি বছর প্রথমবারের মতো আজ থেকে সরকারিভাবে ক্রয় করা হচ্ছে আমন ধান। ইতিমধ্যে কৃষক তালিকাও প্রস্তুত করেছে কৃষি বিভাগ। উৎপাদনের চেয়ে সংগ্রহ লক্ষমাত্রা কম হলেও সরাসরি নিজেদের ধান বিক্রির সুযোগে বেশ খুশি আমন চাষীরা। তবে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে, প্রকৃত কৃষকদের কাছ থেকেই ধান কেনার পরামর্শ কৃষক নেতাদের।
উত্তরের মাঠে দোলা দিচ্ছে সোনালী ধান। আমনের ভরা মৌসুমে ধান কাঁটায় ব্যস্ত কৃষকরা।
প্রথমবারের মতো আমন ধান সংগ্রহ শুরু করছে খাদ্য বিভাগ। সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে কেনা হবে ধান। এতে বেশ খুশি চাষীরা।
কৃষি বিভাগ বলছে, ইতিমধ্যে ১৬ লাখ ২৪ হাজারের মধ্যে ৮ লাখ ৫১ হাজার কৃষকের তালিকা প্রস্তুত করা হয়েছে। স্বচ্ছতার সঙ্গে প্রকৃত কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করা হবে।
সরকারের এমন উদ্যোগে কৃষকরাই যেন লাভবান হয়, সেদিকে নজর দেওয়ার দাবি কৃষক নেতাদের।
চলতি বছর রংপুর অঞ্চলে ধান উৎপাদনের লক্ষমাত্রা ২৭ লাখ ১৩ হাজার মেট্রিক টন হলেও সংগ্রহ করা হবে ৭০ হাজার ৫শ ৩০ মেট্রিক টন।