আজ থেকে সরকারী ৫টি হাসপাতালে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হয়েছে
- আপডেট সময় : ০৩:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
আজ থেকে সরকারী ৫টি হাসপাতালে শুরু হয়েছে করোনার ভ্যাকসিন দেয়ার কার্যক্রম। বিএসএমএএমইউ, ঢাকা মেডিকেল, মুগদা জেনারেল এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে করোনা এই টিকা দেয়া হচ্ছে। যারা টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন কোন সমস্যা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।
সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি টিকা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান। বিএসএমএএমইউ এর ভিসি ডাক্তার কনক কান্তি বড়ুয়া সেখানের প্রথম টিকা নিয়েছেন। সেখানেই ভ্যাকসিন নিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মুগদা জেনারেলে ভ্যাকসিন নিয়েছেন ড. নন্দিতা পাল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা জেনারেল হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের ৪ শ টিকা দেযা হবে। কুর্মিটোলা জেনারেল ১শ’ জনকে টিকা দেয়া হবে। আর বাংলাদেশ কুয়েত মন্ত্রী হাসপাতালে ৬০ জনকে টিকা দেয়া হবে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত টিকা দান কর্মসূচি বন্ধ থাকবে। ৭ ফেব্রুয়ারি একযোগে সারাদেশে টিকা দেয়া হবে।