আজ থেকে সারাদেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা
- আপডেট সময় : ১২:১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
আজ থেকে সারাদেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডে এ বছর মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেবে। সকালে রাজধানীর লক্ষ্মীবাজারের সরকারী শহীদ সোহরাওয়ার্দী কলেজের পরীক্ষা কেন্দ্র ঘুরে শিক্ষামন্ত্রী ডা. দীপুমণি বলেছেন, ওমিক্রণ প্রকোপ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হতে পারে।
প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষামন্ত্রী জানান, যারা এই ধরনের কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেবে সরকার। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় বিষয়ে পরীক্ষা আজ শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা একই তারিখে শুরু হয়ে ১৯ ডিসেম্বর শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ৮ ডিসেম্বর শেষ হবে। এবছর ১১টি শিক্ষা বোর্ডে ৯ হাজার ১৮৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬২১টি কেন্দ্রে পরীক্ষা দেবে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন। পরীক্ষা শেষে এক মাসের মধ্যে ফলাফল প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।