আজ থেকে সারা দেশে শুরু হয়েছে কঠোর বিধি নিষেধ
- আপডেট সময় : ০৭:১৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
ঢাকার বাইরে সারা দেশে শুরু হয়েছে কঠোর বিধি নিষেধ। ৬টা থেকে ১৪ দিনের ঢাকাসহ সারাদেশে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। আইনশৃংখলা বাহিনীর পাশা পাশি মাঠে আছে সেনাবাহিনী।
রাজশাহীতে সকাল থেকেই মাঠে রয়েছে আইনশৃংখলা বাহিনী। নির্দেশনা কার্যকর হওয়ায় বন্ধ আছে দোকানপাট। নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে আনসার ব্যাটালিয়ান পুলিশ। টহলে মাঠে আছে সেনাবাহিনী।
চট্টগ্রামে বিধিনিষেধ কার্যকরে ব্যপক তৎপর ছিলো প্রশাসন। রেব, পুলিশ, বিজিবির ও সেনাসদস্যদের টহলের পাশা-পাশি প্রবেশ মুখগুলোতে চেকপোস্ট বসায় আইনশৃঙ্খলা বাহিনী।
পুনরায় জারি করা ১৪ দিনের কঠোর বিধিনিষেধের প্রথমদিন সিরাজগঞ্জে মোটামুটি কঠোরভাবেই কার্যকর হতে দেখা গেছে।
জামালপুর শহরের মোড়ে মোড়ে মেতায়েন করা হয়েছে পুলিশ। বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না কেউই। দুরপাল্লায় যানবাহন চলাচলও বন্ধ আছে।
মাদারীপুরে সকাল থেকেই জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মাঠে দেখা গেছে।
প্রথম দিনই আইন শৃংখলা বাহিনীর দখলে ছিলো নাটোর। সকাল থেকেই সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানসহ বড় বড় মার্কেট বন্ধ থাকতে দেখা গেছে।
চুয়াডাঙ্গায় রাস্তাঘাট ছিলো একেবারেই ফাঁকা। বিপনী বিতান, দোকান পাটসহ সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
নেত্রকোণায় সকাল থেকে দূরপাল্লার বাসসহ জেলার অভ্যন্তরীন সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।