আজ প্রখ্যাত চলচ্চিত্রকার ও মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
প্রখ্যাত চলচ্চিত্রকার, প্রযোজক, নাট্যকার, গীতিকার, সুরকার, লেখক ও অভিনেতা মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জামালপুরে আমজাদ হোসেন চর্চা কেন্দ্রের উদ্যোগে শোক রেলীসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
শহরের বকুলতলা চত্বর থেকে রেলী বের হয়ে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় মরহুমের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও দিনব্যাপী কোরানখানি, বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আমজাদ হোসেনের ছোট ভাই ফরহাদ হোসেন মানু, আমজাদ হোসেনের ছেলে- নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল এবং আমজাদ হোসেন চর্চা কেন্দ্রের উপদেষ্টা শামীম আহমেদসহ অন্যরা। গুণী এই চলচ্চিত্র নির্মাতার স্মৃতি ধরে রাখতে সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান জামালপুরবাসী।