আজ পয়লা আষাঢ়; ঋতুচক্রে বাংলায় বর্ষাকাল শুরু
- আপডেট সময় : ০১:২৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
আজ পয়লা আষাঢ়। ঋতুচক্রে বাংলায় বর্ষাকাল শুরু। গ্রীষ্মের তাপদাহ থেকে তপ্ত প্রকৃতিকে স্নিগ্ধতার ছোঁয়া এনে দেয় বর্ষা। সারাদেশে মৌসুমী বায়ু আর সাগরে লঘুচাপের কারণে বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই বৃষ্টির দেখা মেলে দেশজুড়ে।
ঋতু বৈচিত্র্যের দেশের দ্বিতীয় ঋতু বর্ষার প্রথম দিন। এবার যেনো ঘটা করেই হাজির হলো আষাঢ়। কয়েকদিন ধরেই অঝোর ধারায় বর্ষারানী তার আগমনের বার্তা পৌঁছে দিয়েছে ৫৬ হাজার বর্গমাইলে। সকাল থেকে অঝোর বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। কোথাও কোথাও জলজট তৈরি হয়েছে। অপরিহার্য ঋতু বর্ষা। মাঠ ফসলকে উর্বর করতে বৃষ্টির বিকল্প নেই। এদিকে, আষাঢ়ের প্রথম দিনেই গোপালগঞ্জের দেখা মিলেছে বৃষ্টির। তীব্র গরমে বেশ কয়েকদিন ধরে জনজীবনে স্থবিরতা কেটেছে বৃষ্টিতে। কাজে বেরিয়ে বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ। বৃষ্টিতে জেলা শহরের বিভিন্ন সড়কে জমে গেছে পানি। এদিকে, লঘুচাপের কারণে সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।