আজ ফুলবাড়ী ট্রাজেডি দিবস
- আপডেট সময় : ০২:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
আজ ২৬ আগষ্ট। ২০০৬ সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল ও বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। জনতার উপর পুলিশ-বিডিআর গুলি চালালে প্রাণ হারান আল আমিন, সালেকীন ও তরিকুল নামের তিন কিশোর। আহত দু’শতাধিকের মধ্যে পঙ্গু হন অনেকে।
২০০৬ সালের ২৬ আগষ্ট। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহার, নিহতদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ, হত্যাকান্ডের বিচার, ক্ষতিপুরণ প্রদান ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি বিক্ষোভ হয়। এতে জেলার ফুলবাড়ি, বিরামপুর, নবাবগঞ্জ ও পার্বতীপুর উপজেলার হাজার হাজার মানুষ এক পর্যায়ে পুলিশ-বিডিআরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আন্দোলনকারীরা নিমতলা মোড়ের দিকে এগুলে পুলিশ বাধা দেয়। আন্দোলনকারীদের উপর টিয়ার সেল, রাবার বুলেট ও নির্বিচারে গুলিবর্ষণ করা হয়।মারা যায় কিশোর আল আমিন, সালেকীন ও তরিকুল। আহত হন দু’শতাধিক মানুষ। সেই থেকে আজীবনের জন্য পঙ্গু হয়েছে অনেকে। এদিকে, ১৬ বছর ধরে দাবি আদায়ে মাঠে রয়েছে আন্দোলনকারীরা।
ঘটনার পর চার দলীয় জোট সরকারের সঙ্গে ছ’দফা চুক্তি হয় আন্দোলনকারীদের। যা আজও বাস্তবায়িত হয়নি। দাবি পূরণ না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা।
সেদিনের ঘটনায় নিহত তিন কিশোরের নামে স্মৃতিস্তম্ভ তৈরি হলেও, তা এখন গো-চারণ ভুমিতে পরিণত হয়েছে। এমন বাস্তবতায় দাবি পূরণ হওয়া নিয়ে সংশয় ও শংকায় রয়েছেন ফুলবাড়িবাসী।