আজ বসলো পদ্মা সেতুর ৩৮তম স্প্যান
- আপডেট সময় : ০৪:৪৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
আজ বসানো হয়েছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ১ ও ২ নাম্বার খুটির উপর ৩৮ তম স্প্যান”ওয়ান-এ”। এর ফলে এখন মুল সেতুর দৃশ্যমান হয়েছে ৫ হাজার ৭০০ মিটার । আর এ স্প্যানটি সফল ভাবে বসানোয় মাঝ নদীর ১০ নাম্বার পিলার থেকে ১ নাম্বার পিলারের মাওয়া পর্যন্ত ঠেকেছে পদ্মা সেতু।
সংশ্লিস্ট সূত্রে জানা যায়, সকাল ৯টা ২০ মিনিটে ধূসর রঙ্গের ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়ান-ই- বহন করে মাত্র আধা ঘন্টার মধ্যে সেতুর পিলার দুটির কাছে এসে পৌছায়। এর পরে ইঞ্চি ইঞ্চি করে দীর্ঘ্য সময় ধরে এ্যাকংরিয়ের মাধ্যমে দেশী বিদেশী শ্রমিকরা দুপুর ২ টা ৩৫ মিনিটে স্প্যানটি পুরোপুরি বসাতে সক্ষম হয়। এদিকে, সেতুর ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১২ হাজার ১৩টি ও রেলওয়ের ২ হাজার ৯৫৯ টি স্ল্যাবের মধ্যে ১ হাজার ৭২৬টি বসানো হয়েছে। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় সেতুর অবকাঠামো। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি-এমবিইসি এবং নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।