আজ বাইশে শ্রাবণ, কবিগুরুর ৭৯্তম প্রয়ান দিবস
- আপডেট সময় : ০৬:৪৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
- / ১৬২৫ বার পড়া হয়েছে
পঞ্জিকার পাতা ঘুরে আজ আবারও সেই দিন, বাংলা সাহিত্যের ‘রবি অস্তমিত’ হওয়ার দিন। আজ বাইশে শ্রাবণ, ৭৯ বছর আগে ঘন শ্রাবণধারার মাঝে নশ্বর পৃথিবী ছেড়ে চলে গেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
কবিগুরুর তিরোধানের মধ্য দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের সবচেয়ে প্রদীপ্ত নক্ষত্রটি খসে পড়ে। তবে দীপ্ত্য প্রজ্বলমান তার কর্ম। অনির্বাণ শিখা হয়ে তার কর্ম জ্বলছে বাঙালির সংগ্রামে-আন্দোলনে, সাংস্কৃতিক যাপিত জীবনে। ১৮৬১ সালে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুরবাড়িতে জন্ম নিয়েছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু জমিদারীর ঐতিহ্যকে পার করে সৃজনের দীর্ঘ ধারাবাহিকতায় তিনি পত্তন ঘটান নতুন এক বসতি শান্তিনিকেতনের। মা সারদাসুন্দরী দেবী এবং বাবা ব্রাহ্ম ধর্মগুরু ও জমিদার দেবেন্দ্রনাথ ঠাকুরের কোল আলো করে পৃথিবীতে রবীন্দ্রনাথ ঠাকুর আসেন ১২৬৮ বঙ্গাব্দে। রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীর এই দিনে বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে জাতীয়ভাবে উন্মুক্তস্থানে কোনো অনুষ্ঠানের আয়োজন হয়নি । তবে বিভিন্ন সংগঠন ভার্চ্যুয়ালি রবীন্দ্র প্রয়াণবার্ষিকী পালন করবে।