আজ বাগেরহাটের রামপালে আত্মসমর্পণ করা দস্যুদের পুনর্বাসন সহায়তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
দস্যুমুক্ত সুন্দরবন দিবসের তৃতীয় বর্ষপূর্তিতে আজ বাগেরহাটের রামপালে আত্মসমর্পণ করা দস্যুদের পুনর্বাসন সহায়তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন।এরপর থেকে রেবের আয়োজনে দিবসটি পালিত হয়ে আসছে।
দুপুরে রামপাল উপজেলা পরিষদ চত্বরে রেব ফোর্সেসের ব্যবস্থাপনায় এ পুনর্বাসন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অনুষ্ঠানে আত্মসমর্পণ করা ৩২৬ জন সাবেক দস্যুর হাতে পুনর্বাসন সহায়তা হিসেবে বসতঘর, দোকানঘর, নৌকা-ট্রলার ও গবাদি পশু বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। রেবের ব্যবস্থাপনায় সাবেক দস্যুদের পছন্দের জায়গায় বসতবাড়ি ও দোকানঘর নির্মাণ করা হয়েছে। তাদের হাতে ঘর ও দোকানের চাবি তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী ।