আজ বিকেল ৫টা থেকে রাজশাহী সিটি এলাকায় শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ
- আপডেট সময় : ০২:৪৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
করোনা সংক্রমণ রোধে আজ বিকেল ৫টা থেকে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। তবে এর আগে গেল ২৪ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১৫ জনের মৃত্যু হয়।
এদের মধ্যে রাজশাহীর ৮জন, চাঁপাইনবাবগঞ্জের ৬জন ও নাটোরের ১জন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন সময় তারা মারা যান। এ নিয়ে চলতি মাসের ১১দিনেই এ হাসপাতালে করোনায় মারা গেলেন ১০৮ জন। হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজশাহী নগরীতে শুক্রবার বিকেল থেকে ১৭জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় রাজশাহী সার্কেট হাউসে এক জরুরি সংবাদ সম্মেলনে বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর এ সিদ্ধান্তের কথা জানান। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ থাকবে সকল মার্কেট, গণপরিবহন ও ট্রেন চলাচল। এ ঘোষণার পর আগে থেকে কেনা টিকিট ফেরত দিতে দীর্ঘ লাইন পড়ে রাজশাহী রেল স্টেশনে। তবে আমসহ জরুরি পণ্য পরিবহন এর আওতামুক্ত থাকবে।