আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস; রাতে ১ মিনিট অন্ধকারে থাকবে বাংলাদেশ
- আপডেট সময় : ০৬:৩১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস।
১৯৭১ সালের এ দিনের মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে।উদ্দেশ্য ছিল-বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করা। এভাবে রাতের আঁধারে ঘুমন্ত মানুষের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত কোনো বাহিনীর আক্রমণের ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। অতীতে বাংলাদেশে গণহত্যার দিবসটি উপেক্ষিত হলেও বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। জাতীয় সংসদে গৃহীত এক প্রস্তাবের প্রেক্ষাপটে ২০১৭ সাল থেকে জাতীয়ভাবে গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে।
এদিকে.. গণহত্যা দিবসে আজ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, গণহত্যা দিবসের দিন রাতে কোন প্রকার আলোকসজ্জা করা যাবে না। তবে ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বসাধারণকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সকালে ময়মনসিংহের থানার ঘাট ব্রহ্মপুত্র নদের পাড়ের বধ্যভূমিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। পরে একে একে ভারপ্রাপ্ত রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
গণহত্যা দিবসে জেলা প্রশাসনের আয়োজনে ফেনী সরকারি কলেজের সহযোগিতায় ফেনী কলেজ প্রাঙ্গণে অবস্থিত বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিস সুপার আবদুল্লাহ আল মামুন। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারে সকালে শহরের শাহ্ মোস্তফা সড়কের পাশে গণকবরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশসহ সর্বস্তরের মানুষ। পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে আলোচনা সভা হয়।
সাতক্ষীরার কাটিয়া আমতলায় দীনেশ কর্মকারের বাড়িতে বধ্যভূমি সংরক্ষণ ও গণহত্যা দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদালয় চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে অস্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় নবনির্মিত শহীদ বেদীতে জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণ কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।সকালে হরিণাকুন্ডু পৌরসভা চত্বরে পৌরসভার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার ১০৭ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে ৫০টি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর উদ্বোধন হয়। পরে পৌরসভার বিভিন্ন এলাকার অসহায় পরিবারের মাঝে ১শ’টি নলকূপ বিতরণ করা হয়। আলোচনা সভায় সংসদ সদস্য আব্দুল হাই, পৌর মেয়রসহ জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। সভার শুরুতে মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।