আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
- আপডেট সময় : ০১:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙ্গালী জাতির ইতিহাসে কলংকময় দিন। মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে বাঙ্গালীর বিজয়ের দুদিন আগে জাতির মেধাবী, মুক্তবুদ্ধির সন্তানদের হত্যা করে পাকিস্তানি বাহিনি ও তাদের এদেশীয় দোসররা। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন। স্বাধীনতার সূবর্ণজয়ন্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মৌলবাদের বিষবৃক্ষ সমূলে উৎপাটনে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সেদিনও নতুন সূর্য উঠেছিল পুব আকাশে, এসেছিল এমনই ভোর। কিন্তু আকাশের রঙ ছিল ধূসর আর পাখির কন্ঠ গাঢ় বিষন্ন। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পথে যখন বাংলাদেশ, তখন ১৪ ডিসেম্বর এক নিকষ সন্ধ্যায় অস্তমিত হয়েছে জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের প্রাণ।
দিবসটির ৪৯ বছরের সুর্যোদয়ের মুহুর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে রাষ্ট্র। শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাঁদের দুই সামরিক সচিব। জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী পরিষদ ও সিটি করপোরেশনের পক্ষে শ্রদ্ধা নিবেদনের সাথে চলে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা।
শ্রদ্ধা নিবেদন শেষে সাম্প্রতিক ভাস্কর্য ইস্যু নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার অভিযোগ বিএনপি এর পৃষ্ঠপোষক। আইন পাসের পর দ্রুত রাজাকারের তালিকা তৈরী করা হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। শহীদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রাখতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি সর্বস্তরের মানুষের।