আজ শহীদ বুদ্ধিজীবী দিবস
- আপডেট সময় : ০২:০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙ্গালী জাতির ইতিহাসে কলংকময় দিন। মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে বাঙ্গালীর বিজয়ের ঠিক দুদিন আগে জাতির মেধাবী, মুক্তবুদ্ধির সন্তানদের হত্যা করে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা । শহীদদের স্মরনে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
সেদিনও নতুন সূর্য উঠেছিল পুব আকাশে, এসেছিল এমনই ভোর। কিন্তু আকাশের রং ছিল ধূসর আর পাখির কন্ঠ গাঢ় বিষন্ন। ১৯৭১ সালের এই দিনে বাঙ্গালীর চেতনা নিশ্চিহ্নের চেষ্টায় নৃশংসভাবে নিভিয়ে দেয়া হয়েছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রাণ প্রদীপ। সেই মহান শহীদদের বাংলাদেশ ভোলেনি। আর তাই শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জড়ো হতে থাকে নানা শ্রেনী পেশার মানুষ।
প্রথমেই শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিন বাহিনীর সশস্ত্র সালামের সাথে বেজে ওঠে বিউগলের করুন সুর। এরপর কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে ফুলেল শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পীকার শিরিন শারমিন চৌধুরী। ফুল দেন শহীদ পরিবারের সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে, আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেন, চিহ্নিত যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে শহীদ বলায় দৈনিক সংগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।
এরপরই খুলে দেয়া হয় সৌধ প্রাঙ্গন। শহীদদের স্মরণে ফুল নিয়ে আসেন শিশু, কিশোর, তরুনসহ সব স্তরের মানুষ। শহীদ বুদ্ধিজীবী দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।