আজ শুভ মধু পূর্ণিমা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯৭০ বার পড়া হয়েছে
আজ শুভ মধু পূর্ণিমা। বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম দিন। বর্ষাবাসের দ্বিতীয় পূর্ণিমা তিথি ভাদ্র মাসে এই উৎসব উদযাপন করা হয়। বিশ্বে এটি ‘মধু পূর্ণিমা’ নামে পরিচিত।
এ পূর্ণিমা তিথিতে বানর কর্তৃক ভগবান বুদ্ধকে মধুদানের একটি ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে এটি সংগঠিত হয়েছিল বলেই এর ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে। মৌচাকের মধু দান করে বানর খুশিতে গাছে লাফালাফি করতে গিয়ে মাটিতে পড়ে মারা যায়। এতে দানীয় চেতনায় বানর দেবপুত্ররূপে নবজন্ম লাভ করল। এ ঘটনার পর থেকে মধু পূর্ণিমা পালিত হয়ে আসছে। এ উপলক্ষে প্রায় প্রতিটি বৌদ্ধ বিহারে রয়েছে পঞ্চশীল গ্রহন, বুদ্ধ পূজা ফুল পূজা, বুদ্ধ মুর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান ও বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দানসহ নানাবিধ দান। এছাড়া দেশ জাতি তথা সকলের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা।