আজ শুরু কুষ্টিয়ায় বাউল সম্রাট লালন শাহ স্মরণোৎসব
- আপডেট সময় : ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
- / ১৮৪৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার ছেঁউড়িয়া আঁখড়াবাড়ীতে আজ থেকে শুরু হচ্ছে বাউল সম্রাট লালন শাহ স্মরণোৎসব। চলছে সাজ-সজ্জা, ধোয়া-মোছা ও লাইটিংয়ের কাজ। তিনদিন ব্যাপী এ উৎসব সম্পন্ন করতে সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে আঁখড়াবাড়ীতে সাধু ভক্তদের পদচারণায় সমাগম ভালো হবে আশা আয়োজকদের।
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট লালন শাহের আঁখড়াবাড়ীতে শুরু হয়েছে তিনদিন ব্যাপী লালন স্মরণোৎসব। দেশের দূর-দূরান্ত থেকে ভক্ত-বাউল-ভক্তরা খোলা আঙ্গিনা ও লালন অডিটোরিয়ামের নিচে পেতেছেন আসন, গাইছেন গুরুর গান। তরুণ-তরুণী, বৃদ্ধ-বৃদ্ধাসহ সব বয়সী লালন ভক্তরা গোল হয়ে বসে শুনছেন মহান সাধক লালনের সত্যবাদি ধর্ম। দোল উৎসবের নির্ধারিত দিন ৬ মার্চ সন্ধায়।
সাধক লালনের দেহতত্ব গান শুনছেন বাউল, দর্শনার্থীরা।
তিনদিন ব্যাপী এ উৎসবের আয়োজন করেছে লালন মাজার ও একাডেমী কমিটি। এবারই প্রথম লালনের গানের খাতা তুলে দেয়া হবে গবেষকদের হাতে, বলে জানান মাজার কমিটির সভাপতি ও জেলা প্রশাসক।
উৎসবে সাদা ও পোশাকধারী ৫৯৬ জন আইনশৃংলা বাহিনীর সদস্য নিরাপত্তায় কাজ করবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
বাউল ফকির লালন শাহের জীবদ্দশায় প্রতি বছর চৈত্রের সময় ভক্তদের জন্য তিনি দোল উৎসবের আয়োজন করতেন। সেই থেকে এই রেওয়াজ চলে আসছে।