আজ সাভার, সিরাজগঞ্জ ও পার্বত্য জেলা বান্দরবান হানাদারমুক্ত দিবস
- আপডেট সময় : ০২:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
আজ ঢাকার সাভার, সিরাজগঞ্জ ও পার্বত্য জেলা বান্দরবান হানাদারমুক্ত দিবস।
একাত্তরের এ দিনে সাভার হানাদার মুক্ত হয়। ১৪ ডিসেম্বর উত্তরবঙ্গসহ টাঙ্গাইল থেকে পাকিস্তানী বাহিনী পালিয়ে আসার সময় সাভার উপজেলার বিভিন্নস্থানে অবস্থান নেয়ার চেষ্টা চালায়। এদিন সকালে শত্রু পক্ষের একটি সশস্ত্র দল অবস্থান নেয় আশুলিয়ার ঘোষবাগে। খবর পেয়ে নাসির উদ্দিন বাচ্চুর নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধাদের একটি দল তাদের প্রতিরোধের চেষ্টা করলে পাকবাহিনীর সাথে যুদ্ধ শুরু হয়। তুমুল যুদ্ধের পর পাকবাহিনী পিছু হটে। আনন্দে আত্মহারা গোলাম দস্তগীর টিটো পাকবাহিনীর ছোড়া গুলিতে শহীদ হন।
১৯৭১ সালের এইদিনে পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় সিরাজগঞ ্জ।লাল সবুজের পতাকা উড়িয়ে ঘোষিত হয় মুক্তির বারতা। শহরে বিভিন্ন বয়সী মানুষ মিলিত হয় মুক্তির আনন্দ মিছিলে। শহর ভরে যায় বাংলাদেশের মানচিত্র খচিত লাল সবুজের পতাকায়।
১৯৭১ সালে এই দিনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হানাদার মুক্ত হয় বান্দরবান পার্বত্য জেলা।