আজ হিরোশিমা দিবসের ৭৫তম বার্ষিকী
- আপডেট সময় : ০২:২২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
হিরোশিমা দিবসের ৭৫তম বার্ষিকীতে উগ্র জাতীয়তাবাদ বর্জনের ডাক দিয়েছে জাপান। পারমাণবিক অস্ত্র কিংবা কোভিড-১৯ এর মতো দুর্যোগের বিরুদ্ধে বিশ্বব্যাপী মানুষের সম্মিলিত লড়াইয়ের ওপর জোর দিয়েছেন হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই ও প্রধানমন্ত্রী শিনজে আবে।
হিরোশিমা দিবসের ৭৫তম বার্ষিকী আজ। ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে পৃথিবীর ইতিহাসে প্রথম পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই পারমাণবিক বোমার বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে প্রায় দেড় লাখ মানুষ নিহত হন। মাটির সঙ্গে মিশে যায় বেশিরভাগ স্থাপনা। পার্শ্বপ্রতিক্রিয়ায় বছর শেষে আরও ৬০ হাজার মানুষের মৃত্যু হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি স্মরণ করছে জাপান। করোনার কারণে এবার হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে জনসমাগমে অনুমতি দেওয়া হয়নি। দিবসের সব আয়োজন অনলাইনে সম্প্রচার করা হচ্ছে। আর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের সবাই ছিলেন মাস্ক পরিহিত। জাপানি প্রধানমন্ত্রী শিনজে আবে তার বিবৃতিতে বলেছেন, প্রত্যেক দেশেরই উচিত পারস্পরিক সহযোগিতা ও সংলাপের মধ্য দিয়ে নিজেদের মধ্যকার অবিশ্বাস দূর করা।