আজ হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন
- আপডেট সময় : ০৩:২২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
সবার প্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। সাহিত্যাঙ্গনে কিংবদন্তি এক নাম। আজ তার ৭২তম জন্মদিন । কথার জাদুতে মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
নাটক ও চলচ্চিত্র নির্মাণেও সফল ভিন্ন একধারার প্রবর্তক তিনি। গান লেখাতেও হয়ে আছেন কালজয়ী গীতিকবি। জন্মেছিলেন ১৯৪৮ খ্রিস্টাব্দের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে। তার বাবা ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আখতার খাতুন। হুমায়ূন আহমেদ তার কীর্তি রেখেছেন শিল্প-সাহিত্যর বেশিরভাগ শাখাতেই। বাংলা সাহিত্য, নাটক, চলচ্চিত্র ও গান পালাবদলের এ কারিগর ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়ে সাহিত্য জগতে পা রাখেন তিনি। এরপর তিন শতাধিক গ্রন্থ লিখেছেন তিন। যার সবগুলোই পাঠকনন্দিত। ১৯৯০-এর গোড়ার দিকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন। শঙ্খনীল কারাগার ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি বাংলা ভাষার সামাজিক চলচ্চিত্র। প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস শঙ্খনীল কারাগার অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেন মুস্তাফিজুর রহমান। এরপর ‘আগুনের পরশমণি’ মুক্তি পায় ১৯৯৪ সালে। বদলে দেন নির্মাণের বাঁক। ২০০০ সালে ‘শ্রাবণ মেঘের দিন’ ও ২০০১ সালে ‘দুই দুয়ারী’ দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পায়। ২০০৩-এ নির্মাণ করেন ‘চন্দ্রকথা’।