আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস
- আপডেট সময় : ১২:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির উৎসবের দিন, আনন্দ আর উল্লাসের দিন। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের যুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিল পাকহানাদার বাহিনী। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। তবে ৫০ বছরেও দূর হয়নি সামাজিক বৈষম্য।
বর্বর পাকবাহিনী দীর্ঘ ৯ মাসে ৩০ লাখ বাঙালিকে হত্যা করে, কেড়ে নেয় দুই লাখ মা-বোনের সম্ভ্রম। ৯ মাস পর অপমানের গ্লানি মাথায় নিয়ে লড়াকু বাঙালির কাছে পরাজয় মেনে নিয়ে আত্মসমর্পণ করে হানাদারবাহিনী। দিনটি সরকারি ছুটির দিন। সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা ও অন্যান্য পতাকায় সজ্জিত করা হয়েছে। রাজধানীসহ সারাদেশে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।