আজ ৪ ডিসেম্বর জামালপুর জেলার কামালপুর মুক্ত দিবস
- আপডেট সময় : ০১:২৪:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
- / ১৭১৭ বার পড়া হয়েছে
আজ ৪ ডিসেম্বর জামালপুর জেলার কামালপুর মুক্ত দিবস। হানাদার বাহিনীর শক্তিশালী ঘাটি কামালপুর দুর্গের পতনের মধ্য দিয়ে ১১ নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধারা সূচনা করেছিল ঢাকা বিজয়ের পথ।
উত্তর রণাঙ্গনের ১১ নং সেক্টরের মুক্তিযোদ্ধাদের প্রধান লক্ষ্যই ছিল যে কোন মূল্যে এই ঘাটি দখলের। লক্ষ্য অনুযায়ী সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের পরিকল্পনা অনুসরণ করে ১৯৭১ সালের ২৪ নভেম্বর মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর কামালপুর ঘাটি অবরোধ করে। দু’পক্ষের মধ্যে শুরু হয় তুমুল যুদ্ধ।১০ দিনব্যাপী প্রচন্ড যুদ্ধের পর ৪ ডিসেম্বর সন্ধ্যা সারে ৭ টায় দুর্গে অবরুদ্ধ ৩১ বালুচ রেজিমেন্টের গ্যারিসন কমান্ডার আহসান মালিক খান সহ ১৬২ জন হানাদার সদস্য মিত্র বাহিনীর নিকট আত্মসমর্পন করে। মুক্ত হয় কামালপুর। আর কামালপুর মুক্ত হওয়ার মধ্য দিয়েই সূচিত হয় শেরপুর, ময়মনসিংহ, জামালপুরসহ ঢাকা বিজয়ের পথ।