আজ ৪ নভেম্বর; এ দিনে প্রণীত হয় বাংলাদেশের সংবিধান
- আপডেট সময় : ১২:৫০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
আজ ৪ নভেম্বর। স্বাধীনতার পর ১৯৭২ সালের এ দিনে প্রণীত হয় বাংলাদেশের সংবিধান।
সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় ১৯৭২ সালের ১২ই অক্টোবর। এরপর ৪ঠা নভেম্বর তা গণপরিষদে গৃহীত হয়। এজন্য ৪ নভেম্বর সংবিধান প্রণয়ন দিবস হিসেবে পালন করা হয়। একই বছর ১৬ই ডিসেম্বর থেকে কার্যকর হয় এটি। নানা প্রেক্ষাপটে সংবিধান সংশোধনও হয় ১৬ বার।
স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ই জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করেন। পরবর্তীতে ২৩শে মার্চ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। ১৯৭০ এবং ৭১ সালের জানুয়ারি মাসে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্যরা গণপরিষদের সদস্য বলে বিবেচিত হন। এই গণপরিষদের সদস্য ছিলেন ৪শ’ ৩০ জন। তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেনকে প্রধান করে যে সংবিধান রচনা কমিটি করা হয়েছিলো তার সদস্য ছিলেন ৩৪ জন। এই কমিটি ভারত ও যুক্তরাজ্যের সংবিধানের আলোকে বাংলাদেশের সংবিধান রচনা করেন।