আটক এইচএসসি পরীক্ষার্থীরা জেলখানায় বসে পরীক্ষা দিতে পারবে
- আপডেট সময় : ১২:৪৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে যেসব এইচএসসি পরীক্ষার্থীকে পুলিশ আটক করেছে, তারা জেলখানায় বসে পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটককৃত শিক্ষার্থীদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী থাকলে তাদের দ্রুত জামিনের ব্যবস্থা করবে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতদের মধ্যে যদি কেউ চলমান এইসএসসি পরীক্ষার্থী থাকে, তাদের পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের মুক্তিতে সরকার বাধা দেবে না। এদিকে, স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ১১ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত হওয়া লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। আগামী ১১ আগস্ট ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। একই দিনে বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত হবে উচ্চাংগ সংগীত দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র ও পালির দ্বিতীয় পত্রের পরীক্ষা। ৮ সেপ্টেম্বর শেষ হবে লিখিত পরীক্ষা। এরপর ৯ সেপ্টেম্বর থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৮ সেপ্টম্বর।