আট ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ ডিএনসিসি মেয়রের
- আপডেট সময় : ০৮:০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ১৬০১ বার পড়া হয়েছে
ঝামেলামুক্ত স্মার্ট পশুরহাট নিশ্চিতের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের আরো একটি পদক্ষেপ বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র। তিনি বলেন, এবারের পশুর হাটে আরো বেশি সুযোগ সুবিধা নিশ্চিত করবে ডিএনসিসি। আর ঈদের দিনে আট ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আতিকুল ইসলাম। এতে আলোচকরা জানান, এবারে কুরবানীর ঈদের জন্য ১ কোটি ২৫ লাখ পশু প্রস্তুত রয়েছে।
‘স্মার্ট বাংলাদেশ- স্মার্ট হাট’ স্লোগানে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন হবে এবারের কোরবানীর পশুর হাটে। বাংলাদেশ ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন যৌথভাবে স্মার্ট পশুর হাট পরিচালনা করবে। সংবাদ সম্মেলনে জানানো হয় ১০ টি ব্যাংকের মাধ্যমে এবারের পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের লেনদেন আরো বেশি নিরাপদ হবে। তারা বলেন, ঢাকা-চট্টগ্রামসহ এবারে ২৬ জেলাও যুক্ত হয়েছে ডিজিটাল লেনদেনে।
ঢাকা উত্তর সিটি মেয়র জানান, ইতিমধ্যেই ডিএনসিসির সকল লেনদেনে স্মার্ট সেবা নিশ্চিত করা হয়েছে । মেয়র জানান, এবারের কোরবানির ঈদে ডিএনসিসি এলাকায় আট ঘণ্টার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। এবারের পশুর হাটে চোরাই পথে অবৈধ কোনো পশু আসবে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।