আত্মকর্মসংস্থান তৈরিতে আইসিটি খাতে প্রশিক্ষণ দিচ্ছে সরকার : পলক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
আত্মকর্মসংস্থান তৈরিতে আইসিটি খাতে প্রশিক্ষণ দিচ্ছে সরকার, বললেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এই খাতে প্রশিক্ষণ নিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলেও জানান তিনি।
সকালে দিনাজপুর সরকারী কলেজ ক্যাম্পাসে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, ২০২৫ সালের মধ্যে প্রযুক্তিনির্ভর শিল্পে দেশের ৩০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এখানে উৎপাদনমুখী ও কর্মসংস্থানমুখী কাজের এই প্রকল্প বাস্তবায়ন হলে বেকারত্ব দূর হবার পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। যুব সমাজকে বেকারত্ব থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন।