আত্মহত্যা প্ররোচনা মামলায় স্ত্রীসহ হেনোলাক্সের মালিক ২ দিনের রিমান্ডে
- আপডেট সময় : ০৯:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
হেনোলাক্স গ্রুপের চেয়ারম্যান ও তার স্ত্রীকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ওই দম্পত্তির কাছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা পাওনা ছিল আত্মহত্যাকারী ব্যবসায়ী গাজী আনিসুর রহমানের। বারবার তাগাদা দিয়েও টাকা পাননি সে। পাওনাদারদের চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। রেবের আশঙ্কা, এ কারণেই আত্মহত্যা করেছেন আনিস। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।
সাবেক ছাত্রলীগ নেতা, ব্যবসায়ী আনিসুর রহমান সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাব চত্বরে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে মারা যান তিনি।
আত্মহত্যার আগে ফেইসবুকে এক পোস্টে আনিস দাবি করেন, হেনোলাক্স গ্রুপে এক কোটি ২৬ লাখ টাকা বিনিয়োগ করে প্রতারণার শিকার হন তিনি। মৃত্যুর পর রাজধানীর শাহবাগ থানায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নুরুল আমীন ও তার স্ত্রী এবং এমডি ফাতেমা আমীনের নামে আত্মহত্যা প্ররোচনার মামলা করেন আনিসের বড় ভাই নজরুল।
মামলার পর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করা হয় । সংবাদ সম্মেলনে রেব জানায়, ১ কোটি ২৬ লাখ টাকা দিলেও তা লাভ – আসল মিলে প্রায় ৩ কোটি টাকায় দাঁড়ায়। যার মধ্যে নুরুল আমিন ৭৪ লাখ টাকা আনিসকে ফেরত দিয়েছে।
প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করলেও কেউ হত্যা করেছে কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারী কর্মকর্তা।
আনিসুর রহমানের সাথে লেনদেনের বিষয়টি স্বীকার করেছে গ্রেপ্তারকৃত নুরুল আমিন ও ফাতেমা আমিন।