আদানি গ্রুপের বিদ্যুৎ ক্রয় সংক্রান্ত চুক্তি সংশোধনের উদ্যোগ

- আপডেট সময় : ০৩:৪১:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৯২ বার পড়া হয়েছে
আদানি গ্রুপের বিদ্যুৎ ক্রয় সংক্রান্ত চুক্তি সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এই তৎপরতা শুরু করেছে।
চুক্তি অনুযায়ী, ঝাড়খণ্ডের গোড্ডায় আদানী পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম পরিশোধ করার কথা বাংলাদেশের। কিন্তু চুক্তিতে আদানি গ্রুপ কয়লার দাম অনেক বেশি উল্লেখ করেছে বলে মনে করে বাংলাদেশ। প্রতি মেট্রিক টন কয়লা ২৫০ ডলারের নিচে হওয়া উচিত বলে জানান কর্মকর্তারা। ২০১৮ সালে আদানি পাওয়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয় বিপিডিবি। এদিকে, বাংলাদেশের সঙ্গে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ কেনাবেচায় ভারত সরকারের কোনো যোগসূত্র নেই বলে আগেই জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। হিনডেনবার্গ রিসার্চের অনিয়মের অভিযোগে আদানী গ্রুপের সব শেয়ারের মাত্রাতিরিক্ত দরপতন ঘটে। শেয়ারের মূল্য কমেছে দশ শতাংশ। মাত্র ১০ দিনে ১০ হাজার কোটি ডলার হারিয়েছে প্রতিষ্ঠানটি।