আদালতের কাঁধে বন্দুক রেখে এ রায় সরকারের প্রতিহিংসার প্রতিফলন : ফখরুল

- আপডেট সময় : ০৮:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় আওয়ামী লীগ সরকারের হিংসা ও আক্রোশের অংশ বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গনতন্ত্রের আন্দোলন নস্যাত করতে আদালতের কাঁধে বন্দুক রেখে এ রায় সরকারের প্রতিহিংসার প্রতিফলন।
বিকালে রাজধানীর গুলশান চেয়াপারসন কার্যালয়ে তিনি এসব কথা বলেন। মহাসচিব বলেন, তামাশার বিচারের মাধ্যমে এই রায় দিয়েছে আদালত। এই রায়কে বিএনপির মহাসচিব মিথ্যা- কাল্পনিক সাজানো মামলা বলে অভিযোগ করেন। তিনি বলেন, দৈনিক দিনকাল পত্রিকা তারেক রহমানের নয়, বিএনপির প্রতিষ্ঠান। মামলায় সে সব তারেক রহমানের সম্পদ বলে দেখানো হয়েছে। এসময় তিনি আরও বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা সাজানো মামলা দিয়েছে সরকার। এতে বিএনপি পিছু হটবে না। এক দফা দাবীতে আন্দোলন চলবে বলে জানান মির্জা ফখরুল।