আদিলুর ও নাসির উদ্দিনের সাজা বৃদ্ধিতে আপিল করেছে রাষ্ট্রপক্ষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের সাজা বৃদ্ধি চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করা হয়।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন জানান, ট্রাইব্যুনাল কম সাজা দিয়েছেন। এর সপক্ষে যুক্তি তুলে ধরে সাজা বৃদ্ধি চেয়ে আইনের ৮৪ ধারা অনুসারে আপিল দায়ের করা হয়েছে। এক দশক আগের ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর আদিলুর ও নাসিরকে দুই বছর করে কারাদণ্ড দেয় ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে গত ২৫ সেপ্টেম্বর হাইকোর্টে আপিল করেন আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন। আপিলে জামিনের আবেদনও করা হয়।