আদো কি সমাধানের পথ খুঁজবে বিসিবি ?
- আপডেট সময় : ০৯:০০:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
অনেক প্রত্যাশা আর স্বপ্নের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে গিয়েছিলো বাংলাদেশ। অথচ পুরো আসরটাই যেন হতাশার চাদরে ঢাকা। বাছাই পর্ব আর মূলপর্বের আট ম্যাচ খেলে জয় মাত্র দুই ম্যাচে। বাকি ছয় ম্যাচে হার, এমনকি হারতে হয়েছে দুর্বল স্কটল্যান্ডের কাছেও। যার পরিনতি বিশ্বকাপের মাঝ পথেই দেশে ফেরা।
৩ অক্টোবর। অনেক স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়ে বাংলাদেশ। টাইগারদের প্রথম গন্তব্য ছিলো ওমান। উপলক্ষ বাছাই পর্বে অংশ নেয়া।
আগের ছয় আসরে শুধু ভালো খেলার প্রত্যাশা নিয়ে গেলেও এবারেই প্রথম শিরোপা জয়ের আশা নিয়ে মরুর বুকে পা রাখে টিম টাইগার্স। দেশ ছাড়ার আগে বহুবার গন মাধ্যমের কাছে বলেছিলেন সাকিব-মাহমুদউল্লাহরা। টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাস যে পালে হাওয়া দিয়েছে আরও কয়েকগুন।
অথচ হয়েছে ঠিক উল্টো। কথায় আছে অতি আত্মবিশ্বাস কখনো কখনো ব্যর্থতার কারন হয়ে দাড়ায়। বাংলাদেশ দলের ক্ষেত্রেও তেমনটা হয়েছে।
তা না হলে দুর্বল স্কটল্যান্ডের বিপক্ষে কেন এমন পরিনতি দেখতে হবে। প্রথম ম্যাচে যাদের কাছে হেরে বাছাই পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কা জেগেছিলো বাংলাদেশের।
তবে সে যাত্রায় বেঁচে গেছে বাংলাদেশ। পরের দুই ম্যাচে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে কোন মতে সুপার টুয়েলভ নিশ্চিত করে লাল সবুজ প্রতিনিধিরা।
তবে সাফল্য কেবল এতটুকুই। পরের সময়টা অর্থাৎ সুপার টুয়েলভে কঠিন বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ। ৫ ম্যাচ খেলে জিততে পারেনি একটি ম্যাচেও।
শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের সাথে লড়াই করতে পারলেও ইংলিশ পরীক্ষায় বড় জিরো। ফলাফল দুই ম্যাচ হাতে টুর্নামেন্ট থেকে বিদায়।
পরের দুই ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতার। তারপরও মোমেন্টাম ঘুরাতে চেয়েছিলো বাংলাদেশ। কিন্তু সেখানেও অসহায় আত্মসমর্পণ। সঙ্গে যোগ হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৮৪ রানে অলআউট হওয়ার লজ্জা।।
শেষের হারটা তো আরও জঘন্য। তার চেয়ে ১১ রান কমে ৭৩ রানে অলআউট মাহমুদউল্লাহ বাহিনী। অস্ট্রেলিয়ান বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশি ব্যাটাররা। এমন বাজে আত্মসমর্পণ, যা কিনা দেখতেই অস্বস্তিদায়ক।
টাইগাররাদের এমন ধারাবাহিকতায় ব্যর্থতায় দায় কার। কে নিবে দায়িত্ব। আদো কি সমাধানের পথ খুজবে বিসিবি?