আধিপত্য বিস্তারের জেরে ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫
- আপডেট সময় : ০৬:৪৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। এসময় ২০টি বাড়ি ভাংচুর করা হয়। গেলো রাতে সদর উপজেলার সুরাট ইউনিয়নের রতনহাট ও বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সুজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার সুরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দ্দারের সমর্থকদের মাঝে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে কবির হোসেনের এক সমর্থককে মারধর করে আশরাফুলের সমর্থকরা। এরই জেরে রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কবির হোসেনের সমর্থক অন্তত ৫ জন আহত হন। পরে রাতভর রতনহাট ও বাগডাঙ্গা গ্রামের কবির হোসেনের সমর্থকদের ২০টি বাড়ী ভাংচুর করে আশরাফুলের লোকজন।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিয়ে বাড়ির গেইটের ডিজাইনকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। রাত থেকে দফায় দফায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর ও সীতারামপুর গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ চলে। পুলিশ প্রায় দুই ঘন্টা চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।