আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে অন্তত ১০ জন আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
শৈলকুপার হাকিমপুর গ্রামের সালাম মোল্লা ও শামছুদ্দিন লস্করের সমর্থকদের মাঝে বিরোধ বহুদিনের। দু’মাস আগে শামছুদ্দিন লস্করের ৪ জন সমর্থকদের মারধর করে সালাম মোল্লার লোকজন। এরই জের ধরে শনিবার রাতে সালামের সমর্থক মারধর করলে উভয়পক্ষের সংঘর্ষ বাঁধে। আহত কমপক্ষে ১০ জন। ভাংচুর হয় ৪ টি বাড়িঘরে। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।