আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৩১:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬০৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি।
সরকার প্রধান বলেন, আগামীতে আধুনিক প্রযুক্তির সাথে তালমিলিয়ে দেশ এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে ভাষা আন্দেলন গতি পায় বলেও জানান তিনি। অনুষ্ঠানে ১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে ‘একুশে পদক ২০২৩’ দেয়া হয়।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে যোগদেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কারাগারে থেকেই ভাষা আন্দেলনের দিক নির্দেশনা দিতেন । পরবর্তীতে ভাষা আন্দেলনের হাত ধরে স্বাধীনতা এসেছে।
দেশে সাহিত্য চর্চায় কোনো বাধা নেই জানিয়ে সরকার প্রধান বলেন, যতই বাধা আসুক দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
এ বছর ভাষা শহীদদের স্মরণে ব্যক্তি ও জাতীয় জীবনে অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ ১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে একুশে পদক তুলে দেন শেখ হাসিনা।